রবিবার ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান ও ৬টি বিশ্বশক্তির মধ্যে যে পারমাণবিক চুক্তি হয়, সেটি থেকে যুক্তরাষ্ট্র যদি বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটনকে ওই সিদ্ধান্তের জন্য অনুতাপ করতে হবে।
হাসান রুহানী, টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, “যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে তাহলে আপনারা শীঘ্রই দেখবেন যে তারা এমন ভাবে দুঃখ প্রকাশ করছে যা ইতিহাসে এর আগে কখনও হয়নি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে ১২ই মে’র মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ওয়াশিংটন ওই চুক্তিতে সংশ্লিষ্ট থাকবে কিনা। তিনি বলেন চুক্তি সংশোধন না করা হলে তিনি তা থেকে প্রত্যাহার করবেন। ওই সংশোধনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করার প্রস্তাব। ইরান সব সময়ই বলে এসেছে সেটি প্রতিনিবৃত্তকরণ বা প্রতিরক্ষামূলক প্রতিবন্ধকের ব্যবস্থা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বিশ্ব শুক্তিগুলোর সঙ্গে তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে পুনরায় দরদস্তুর করবে না।