অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে ইরানী জনগণ এবং নিরাপত্তা বাহিনী অস্থিতিশীলতার অবসান ঘটিয়েছে


Iranian worshippers chant slogans during a rally against anti-government protestors after the Friday prayer ceremony in Tehran, Jan. 5, 2018.
Iranian worshippers chant slogans during a rally against anti-government protestors after the Friday prayer ceremony in Tehran, Jan. 5, 2018.

ইরানের রেভল্যুশনারি গার্ড, আইআরজিসি, রবিবার এক বিবৃতিতে বলেছে যে দেশে সাম্প্রতিক যে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল তা অবসানে, ইরানী জনগণ এবং দেশের নিরাপত্তা বাহিনী একটা ভূমিকা রেখেছে। আইআরজিসি বলেছে বিদেশি শত্রুরা ওই অস্থিতিশীলতায় উস্কানি দিয়েছে।

সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ যা ২৮ ডিসেম্বর শুরু হয় এবং পরবর্তী সপ্তাহ পর্যন্ত চলে, তা নিয়ে আলোচনার জন্য ইরানের সংসদ রবিবার এক বিশেষ অধিবেশনে বসছে।

ইরানের ইশনা সংবাদ সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা পরিষদের প্রধান সকলেই অধিবেশনে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে। আলোচ্য সূচীতে থাকবে প্রতিবাদ বিক্ষোভের মূল কারণ এবং বিক্ষোভের সময় যে প্রতিবাদকারীদের কারাবন্দী করা হয় তাদের জন্য আইনগত সহায়তা প্রদানের বিষয়।

XS
SM
MD
LG