অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে


ইরান মঙ্গলবার জানিয়েছে, দেশটি "প্রতিবন্ধক শক্তি" এবং হুমকি মোকাবেলা প্রস্তুতি দেখানোর জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র- পাঁচ ইরানী নাগরিক এবং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংযুক্ত কোম্পানীগুলোর নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের দুই মাস পরে, ইরান ঐ পরীক্ষা চালালো।

গত অক্টোবরে ইরান দুটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি বলেছিল, ঐ পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদের লঙ্ঘন। তখন ইরান ঐ ক্ষেপনাস্ত্র পরীক্ষাকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে মন্তব্য করেছিল।

আর তখন থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যাতে নিষেধাজ্ঞা শিথিলের পরিবর্তে পারমানবিক কার্যক্রম গুটিয়ে নিতে বিশ্ব শক্তির এক অংশের সঙ্গে ইরানের হওয়া চুক্তির বাস্তবায়নকে গতিশীল করে।

XS
SM
MD
LG