সোমবার সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, ইরানী উদ্ধারকর্মীদের দল, পার্বত্যাঞ্চলে ৬৫ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে।
রোববার ভোরে, রাজধানী তেহরান থেকে আসেমান এয়ারলাইন্সের বিমানটি, ইসফাহান প্রদেশে ইয়াসুজ শহরের দিকে রওনা হয়। কিন্তু বিমানটি জাগ্রোস পর্বত এলাকায় বিধ্বস্ত হয়। কর্মকর্তারা আশঙ্কা করছেন আরোহীর সবাই মারা গেছেন।
ঝড়ো বাতাস ও তুষারপাতের কারণে রোববার তল্লাশি ও উদ্ধার অভিযান বিলম্বিত হয়। হেলিকপ্টারগুলো ঘটনাস্থলের কাছে অবতরণ করতে পারছিল না। সোমবার আবহাওয়া যথেষ্ট ভাল হওয়ায়, উদ্ধারকর্মীরা আবারও অভিযান শুরু করে।
জাতিসংঘ থেকে বলা হয় মহাসচীব অ্যানটোনীয় গুটেরেজ বিশ্ব নেতাদের সঙ্গে এক যোগে বিমান বিধ্বস্তের ঘটনায় দু:খ প্রকাশ করছেন।
গত কয়েকদশকে ইরানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান বিমান বহরের প্রয়োজনীয় উন্নয়নের কাজ করতে পারেনি। তারা বিমান কিংবা এর যন্ত্রাংশ কিনতে পারেনি।