অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরান প্রত্যাখ্যান করে বলছে ওতে কাজ কিছুই হবেনা ।


যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরান প্রত্যাখ্যান করে বলছে ওতে কাজ কিছুই হবেনা ।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরান প্রত্যাখ্যান করে বলছে ওতে কাজ কিছুই হবেনা ।

ইরান যুক্তরাষ্ট্রের তরফের নতুন যেসব বিধিনিষেধে সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্ককে নিশনা বানানো হয়েছে সেসবের প্রতিক্রিয়া নাকচ করে বলছে – এসব বিধিনিষেধের উদ্দেশ্য মনস্তাত্বিক লড়াই ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র রামিন মেহমানপরাস্ত বলেছেন – যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আর্থিক লেনদেন কিছুই নেই এবং এসব বিধিনিষেধে কোনো কাজই হবেনা ।

একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা একটা নির্বাহি আদেশ জারী করেন এই বলে যে ইরান সরকারের সহায় সম্পদ যাব্দ করার নতুন কতৃত্ব প্রদান করা হলো যুক্তরাষ্ট্রের ব্যাঙ্কগুলোকে ।

ইরানের য়ুরেনিয়াম পরিশীলন কর্মসূচী থামাতেই যুক্তরাষ্ট্র ও য়ুরোপিয় য়ুনিয়ন ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্ক ও তেল শিল্পের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে আরো কড়াকড়ি বলবত করছে ।

ইরান বলছে তার পারমানবিক কর্মসূচীর লক্ষ শান্তিপূর্ণ ।

XS
SM
MD
LG