অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে ভূমিকম্পে কমপক্ষে ৪০০ জন নিহত, আহত ৭০০০


ইরানে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইরান ইরাকের সীমান্ত কেঁপে উঠে এবং বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে।

উভয় দেশের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে চারশো বেশী মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০০০ হাজারের বেশী মানুষ।

রবিবার রাতে ইরান সীমান্ত সংলগ্ন ইরাকের পূর্বাঞ্চলীয় কুর্দিস্তানের হালাবজা শহরে ভূমিকম্প আঘাত হানে। ঐ কম্পন তুরস্কেও অনুভূত হয়।

দু’দেশের কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধার কর্মীরা রবিবার রাত থেকেই উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকার ভূতত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ইরাকের কুর্দি অঞ্চলের হালাবজা শহর।

XS
SM
MD
LG