অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে এক ধর্মিয় নেতাসহ প্রার্থী ৬ জন


ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামী বলছেন, তিনি মধ্যপন্থী হাসান রওহানিকে সমর্থন দেবেন।
মঙ্গলবার সংস্কারবাদী প্রার্থী মোহাম্মদ রেজা আরেফ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করার পরপরই খাতামির সমর্থনের ঘোষণাটি আসে। আরেফ বলছেন, তিনি খাতামির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এবং সেই চিঠিতে খাতামি আরেফের নির্বাচনে অংশ নেয়াটা বিচক্ষণতার পরিচয় হবে না বলে উল্লেখ করেছেন।
সংস্কারবাদীরা তাঁদের সমর্থকদের রওহানিকে ভোট দেবার জন্যে আহ্বান জানাচ্ছেন। এই নির্বাচনে, রওহানিই একমাত্র ধর্মীয় নেতা।
আরেফ হলেন দ্বিতীয় বেক্তি যিনি এ সপ্তাহে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রক্ষণশীল প্রার্থী ঘোলাম আলি হাদ্দাদ সোমবার নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এখন প্রতিযোগীতায় আছেন ছ জন প্রার্থী। এই ছ জন প্রার্থী আসন্ন ১৪ই জুনের নির্বাচনে অংশ নেবেন। জিততে হলে, প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হবে। সবাই যদি ঐ পরিমাণ ভোট পেতে ব্যর্থ হয় তবে এক সপ্তাহ পর আবারো ফিরতি দফার রান-অফ ভোট হবে।
ইরানের ধর্মীয় নেতাদের গার্ডিয়ান কাউন্সিল ঐ তালিকা অনুমোদন করেন। তালিকায় প্রধান অবস্থানে আছেন শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি-এর অতি-রোক্ষণশীল অনুসারীরা। ইরানের সংবিধান অনুযায়ী, আহমেদিনেজাদ তৃতীয় মেয়াদের জন্যে নির্বাচনে অংশ নিতে পারেন না।
XS
SM
MD
LG