ইরান রেইহানেহ জব্বারির মৃত্যুদন্ডাদেশ কার্যকর করেছে। তার এই দন্ডাদেশ কার্যকর হবার খবর প্রকাশ করেছে আই-আর-এন-এ বার্তা সংস্থা।
তার ধর্ষণকারীকে হত্যার অভিযোগে রেইহানেহকে মৃত্যুদন্ড দেয়া হয়। ৫ বছর অপেক্ষার পর তার মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তার অভিযোগের তদন্ত এবং বিচার প্রক্রিয়া ছিল, ত্রুটিপূর্ণ।
যেই লোককে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়, সেই মোর্তেযা আব্দোলালি সারবান্দি ছিলেন একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। রেইহানেহ বলেছেন, সে তাকে বলাতকারের চেষ্টা করে।
ইরানের রীতি অনু্যায়ী দন্ডাদেশ কার্যকর হবার আগে রেইহানেহ’র সঙ্গে তার মা শুক্রবার তাকে এক ঘন্টার জন্যে দেখা করার অনুমতি পেয়েছেন।
সারবান্দির পরিবার তাকে ক্ষমা করতে অস্বীকৃতি জানালে, দন্ডাদেশ কার্যকর করা হয়। ওদিকে মানবাধিকার সংগঠনগুলো তার এই দন্ডাদেশ স্থগিত করার দাবী জানিয়েছিল।