অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান, আফগান-তালিবান আলোচনায় সহায়তা করছে 


Afghan National Army soldiers patrol the area near a checkpoint recaptured from the Taliban, in the Alishing district of Laghman province, Afghanistan, July 8, 2021.
Afghan National Army soldiers patrol the area near a checkpoint recaptured from the Taliban, in the Alishing district of Laghman province, Afghanistan, July 8, 2021.

তেহরানে আফগান প্রতিনিধি দল ও কাবুল সরকারের মধ্যে দুদিনের আলোচনার পর, আফগান ও তালিবান প্রতিনিধিরা শান্তি প্রতিষ্ঠার প্রতি অগ্রগতি ও আরো আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেনI

ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাভেদ জারিফ বৃহষ্পরিবার শেষ হয়ে যাওয়া আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেনI টুইটার বার্তায় তিনি বলেন, বিদেশী সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর, আফগানিস্তানের সকল রাজনৈতিক দলের জন্য পরবর্তী প্রজন্মের শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে নাI

তালিবানদের মুখপাত্র, মোহাম্মদ নাঈম, ৬দফা বিবৃতি প্রকাশ করে বলেন, যে, দুটি পক্ষই সম্মত হয়েছে যে, অব্যাহত যুদ্ধ দেশের জন্য বিপদজনক এবং সকল পক্ষকে এর শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবেI প্রতিনিধিরা এছাড়াও, অসামরিক লক্ষ্যবস্তু যেমন, বাসস্থল, স্কুল, মসজিদে হামলার নিন্দা জানানI তারা অত্যন্ত দৃঢ়ভাবে সরকারি স্থাপনা ধ্বংস করা ও দোষী ব্যক্তিদের শাস্তিও দাবি করেনI

দুটি পক্ষ ঘোষণা করে যে, অন্যান্য বিষয়ে আলোচনার জন্য, তারা আরো আলোচনায় বসবেন, যেখানে যুদ্ধ থেকে চিরস্থায়ী শান্তিতে ফিরে যাওয়ার হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা, সম্মতির ভিত্তিতে ইসলাম ভিত্তিক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হবেI তবে পরবর্তী আলোচনার স্থান, তারিখ বা সময় সম্পর্কে এখুনি কিছু জানা যায় নিI


(রয়টার্স)

XS
SM
MD
LG