অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানি বাহিনীর শক্ত অবস্থান 


ইরানের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় সিরিয়ায় সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলেছেI সমীক্ষকদের ধারণা ইরানের এই পদক্ষেপ আইসিসদের অবশিষ্ট্যাংশদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত প্রয়াসকে বিঘ্নিত করবেI সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রধান সমর্থক, ইরান ইরাক সীমান্তজুড়ে সিরিয়ার দেইর আল জৌর প্রদেশের বহু অঞ্চল নিয়ন্ত্রণ করছেI

তাদের এই নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছে হাজার হাজার দেশি ও বিদেশী মিলিশিয়াবাহিনী ও ইরানের দুর্ধর্ষ ইসলামী রেভুলুশনারি গার্ডস কোরের সদস্যরা,যাদের সহায়তায় ২০১১ সালের গৃহযুদ্ধের পর ইরান, সিরিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ সুসংহত করেছেI

XS
SM
MD
LG