ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম, ISNA NEWS Agency জানিয়েছে যে, বিপ্লবী আদালত সংস্কারপন্থী সাংবাদিক, HENGAMEH SHAHIDI কে নিরাপত্তাজনিত অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে I শনিবারের রিপোর্টে জানানো হয়, যে, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন I
সামাজিক মাধ্যমে সক্রিয় হবার পর থেকে এবং ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেনশিয়াল নির্বাচনের পর তুখোড় এই সাংবাদিককে বহুবার কারাবরণ করতে হয়েছে I