অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান জাতিসংঘের পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় প্রবেশের অধিকার দিল


ইরানের কর্মকর্তারা বলছেন, কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন পারমাণবিক চুল্লিতে জাতিসংঘের পরিদর্শকরা প্রবেশের অনুমতি পাবেন।
ইরানের পারমাণবিক বিভাগের এক মুখপাত্র রাষ্ট্রীয় IRNA সংবাদ সংস্থাকে বলছেন, তেহরান, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে আরাক চুলীতে প্রবেশের অধিকার দেবে। এবং এই অধিকার দেয়া হবে, ডিসেম্বরের ১১ তারিখে সংস্থার সঙ্গে অনুষ্ঠিতব্য পরবর্তী পর্যায়ের বৈঠকের আগে।
কিন্তু বেহরুজ, কামাল্ভান্দি আরো বলেছেন, অবশ্য সেই পরিদর্শন সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে এখনও কাজ বাকি আছে।
ইরান এবং IAEA একটি চুক্তিতে সই করেছে যার আওতায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেয়া হবে।
ভিয়েনাতে, IAEAএর প্রধান, ইউকিয়া আমানো বলেছেন, এই চুক্তির ফলে, একটি শুভ সূচনা হলো।
মিঃ আমানো আরো বলেছেন, তিনি এখনও চান ইরান তাদের তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচী বিষয়ে প্রশ্নগুলোর উত্তর দিক।
এদিকে ইরান সবসময় বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচী শান্তির লক্ষ্যেই ব্যবহার হবে।
XS
SM
MD
LG