অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমাণবিক প্রসঙ্গ আলোচনা জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত চলবে


ইরান এবং পশ্চিমা কুটনীতিকবৃন্দ বলছেন, ইরান এবং ৬ বিশ্ব শক্তির মধ্যকার আলোচনার মেয়াদ জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত প্রলম্বিত করা হবে।

তাঁরা ভিয়েনায় নিজেদের আরোপিত সময়সীমার শেষ দিনে এ কথা বলেন। ইরানের পারমাণবিক কর্মসূচী শান্তিপূর্ণ কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছোনোর জন্যে তাঁরা এক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

কুটনীতিকবৃন্দ বলেছেন, মার্চের ১ তারিখের ভেতর তাঁরা চুক্তির একটি রূপরেখা তৈরির জন্যে কাজ করবেন। সেখানে কোন ক্ষেত্রে কতটূকু অগ্রগতি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনো সমাধানে পৌঁছোতে হবে, তা বলা থাকবে। চূড়ান্ত চুক্তি প্রণীত হবে তিন মাস পরে।

আশা করা হচ্ছে, এ বছর শেষ হওয়ার আগেই আবারও আলোচনা শুরু হবে। তবে, স্থান ও তারিখ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

কুটনীতিকরা বলছেন, বেশ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। অবশ্য এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবধান রয়ে গেছে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে, ইরান কয়টি centrifuge ব্যবহার করতে পারবে এবং তাদের ইউরেনিয়াম উত্তোলনের মাত্রা কত হবে তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছোনো।

XS
SM
MD
LG