অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু হয়েছে 


ভিয়েনায় ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু হয়েছে 
ভিয়েনায় ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু হয়েছে 

চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকেরা অস্ট্রিয়ার একটি হোটেলে ইরানের প্রতিনিধিদের সঙ্গে, ৯০ মিনিটের এক আলোচনায় মিলিত হনI

ইউরোপীয় ইউনিয়নের আলোচকেরা জানান, ইরান পরমাণু চুক্তি আলোচনা ভিয়েনায় আবার শুরু হয়েছেI

চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকেরা অস্ট্রিয়ার একটি হোটেলে ইরানের প্রতিনিধিদের সঙ্গে, ৯০ মিনিটের এক আলোচনায় মিলিত হনI ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এলেইন মাত্তন, ভিয়েনায় সাংবাদিকদের জানান, "আমরা অগ্রগতি হাসিল করেছি, তবে এসব আলোচনা বেশ জটিল হওয়াতে, কি ধরণের পদক্ষেপ বাস্তবায়িত হবে সে ব্যাপারে এখনো কিছু জটিলতা রয়েছে"I

যুক্তরাষ্ট্র, ভিয়েনা'র আলোচনায় অনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি, তবে বাইডেন প্রশাসন ইরান চুক্তিতে যোগ দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে, কতগুলি শর্তের ভিত্তিতে, যার আওতায় তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা সীমিত করা হবে এবং ইরানকে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে পরমাণু কর্মসূচি সীমিত করা এবং সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনতে হবেI

মুখপাত্র মাত্তন বলেন, ইউরোপীয় ইউনিয়ন সব অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা চালাবে এবং আলাদাভাবে, যুক্তরাষ্টের সঙ্গে কি করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়, তার উপায় নির্ণয় করার চেষ্টা করবেI

XS
SM
MD
LG