অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামি সপ্তায় পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে


ইরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর গোষ্ঠি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামি সপ্তায় ভিয়েনায় পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে।

আজ ইউরোপীয় ইউনয়ন ঘোষণা করে যে আগামি ২২ ও ২৩ তারিখে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এ মাসে আরও আগের দিকে চুক্তির যে রূপরেখা সম্পর্কে উভয় পক্ষই সহমত হয়েছে সেটিকে চূড়ান্ত চুক্তিতে পরিণত করতে তারা কাজ করে যাবে। তাদের নিজেদের আরোপিত সময়সীমা হচ্ছে এ বছর ৩০শে জুন।

ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া যুক্তরাষ্ট্র ও জার্মানির সমন্বয়ে গঠিত এই গো্ষ্ঠিটি চা্য় যে ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনুক যাতে এই নিশ্চয়তা পাওয়া যায় যে ইরান পারমানবিক অস্ত্র তৈরি করছে না। আর এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যা কীনা , ইরানের অর্থনীতিতে প্রতিকুল প্রভাব ফেলছে।

তাছাড়া আজ বৃহস্পতিবার , আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলেছে যে ইরানের পরমানূ কর্মূসূচী নিয়ে চলমান একটি ভিন্ন প্রচষ্টোর অংশ হিসেবে তারা ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা সম্পন্ন করেছে। জাতিসংঘের এই নজরদারি সংস্থাটি বলছে যে আগামিতে আরও বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

XS
SM
MD
LG