অ্যাকসেসিবিলিটি লিংক

IAEA প্রধান বলেন – ইরানের সঙ্গে আরো কথাবার্তা অবশ্যই তাড়াতাড়িই হতে হবে



জাতিসংঘের পারমানবিক সংস্থা , পারমানবিক অস্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নিয়ে যেসব সন্দেহ-সংশয় রয়েছে সে ব্যাপারে ইরানের ওপর চাপ প্রয়োগ বাড়িয়ে তুলছে – আবারো একবার তাঁদের পরিদর্শকদেরকে প্রধান একটি সামরিক অবস্থানে যেতে দেবার অনুমতি প্রদানে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ সংস্থা ।
৩৫ জাতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার গভর্ণর বোর্ডের বৈঠকে আজ সোমবার ভিয়েনায় কথা প্রসঙ্গে ইউকিয়া আমানো বলেন ইরানের তরফের আরো সহযোগিতা ব্যতিরেকে তাঁর এ সংস্থা এ উপসংহারে পৌঁছুতে পারেন না যে ইরানের সকল প্রকার পারমানবিক উপাদানই শান্তিপুর্ন তত্পরতার সঙ্গে সংশ্লিষ্ট । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সৌদি আরবে যে কথা বলেছেন , IAEA প্রধান সে কথারই সূত্র ধরে বলেন – ইরানের সঙ্গে আরো কথাবার্তা অবশ্যই তাড়াতাড়িই হতে হবে ।
XS
SM
MD
LG