ইরান সরকারের কর্মকর্তারা বলছেন – পারমাণবিক একটি স্থাপনায় নাশকতামূলক তত্পরতা চালানোর চেষ্টা করছিলো , এ দায়ে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান কর্তাব্যক্তি আলি আকবর সালেহী ইরানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন – বেশ কিছু সময় যাবতই ঐ সন্দেহভাজনদের ওপর নজর রাখা হয়েছিলো এবং পারমাণবিক ঐ স্থাপনাটির কোনো ক্ষতি করবার আগেই তাদের পাকড়াও করা হয় । ওদের এখন জিজ্ঞাসাবাদ চলছে ।
ঐ সন্দেহভাজনেরা কোন্ স্থাপনাকে তাদের নিশানা করেছিলো সেটা আর সালেহী প্রকাশ করেন নি ।
ইস্রাইল , ইরানের আণবিক কর্মসূচীকে সামরিকা হুমকি হিসেবে গণ্য করে এবং বলেছে , ইরান তার এ কর্মসূচী বাদ না দিলে ইরানের পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালাবে ।
ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচীর লক্ষ শান্তিপূ্র্ণ । যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র দেশ এটা মানে না ।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান কর্তাব্যক্তি আলি আকবর সালেহী ইরানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন – বেশ কিছু সময় যাবতই ঐ সন্দেহভাজনদের ওপর নজর রাখা হয়েছিলো এবং পারমাণবিক ঐ স্থাপনাটির কোনো ক্ষতি করবার আগেই তাদের পাকড়াও করা হয় । ওদের এখন জিজ্ঞাসাবাদ চলছে ।
ঐ সন্দেহভাজনেরা কোন্ স্থাপনাকে তাদের নিশানা করেছিলো সেটা আর সালেহী প্রকাশ করেন নি ।
ইস্রাইল , ইরানের আণবিক কর্মসূচীকে সামরিকা হুমকি হিসেবে গণ্য করে এবং বলেছে , ইরান তার এ কর্মসূচী বাদ না দিলে ইরানের পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালাবে ।
ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচীর লক্ষ শান্তিপূ্র্ণ । যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র দেশ এটা মানে না ।