অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে সম্পন্ন পারমানবিক চুক্তি একটি সঠিক পদক্ষেপ


Shugaban Najeriya Goodluck Jonathan a Maiduguri, Janairu 15, 2014.
Shugaban Najeriya Goodluck Jonathan a Maiduguri, Janairu 15, 2014.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বের শক্তিধর দেশগুলো মিলে ইরানের সঙ্গে যে পারমানবিক চুক্তি সম্পন্ন করেছে, তার পক্ষাবলম্বনে বক্তব্যের অবতারণায় বলছেন –নিরাপত্তার জন্যে এটি একটি সঠিক পদক্ষেপ ।
ইস্রাইল সরকারের কর্তাব্যক্তিবর্গ এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের কিছু সংখ্যক সদস্য এ রফার বিরূপ সমালোচনা করেছেন – বলছেন, এর আওতায় ইরান তার পারমানবিক কর্মসূচীর অনেকখানিই সুরক্ষিত রাখবার সুযোগ পাবে আর বদলে তার জন্যে দেওয়া হবে বিধিনিষেধের অনেকখানি রেয়াত।
গতকাল সোমবার মি: ওবামা লস এঞ্জেলেসে বলেন – এই চুক্তির পরেও, ইরান যেন পারমানবিক কোনো অস্ত্র রাখতে না পারে তার নিশ্চয়তা বিধানকল্পে বিকল্প সব পন্থাই উন্মুক্ত রইবে। এর আগে স্যানফ্র্যান্সিসকোতে, প্রেসিডেন্ট এ চুক্তিকে, দশক কাল থমকে থাকা ইরানের পারমানবিক কর্মসূচীর ব্যাপারে প্রথম সাধিত অগ্রগতি বলে সন্তোষ ব্যক্ত করেন।
ইরানের পারমানবিক কর্মসূচী কেন্দ্রীক বিরোধ নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্যে ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ সামনের দিনগুলোয় তাঁর জাতীয় নিরাপত্তা টীমকে ওয়াশিংটন পাঠাচ্ছেন।
XS
SM
MD
LG