অ্যাকসেসিবিলিটি লিংক

হেভী ওয়াটার কেন্দ্রে তদন্তের অনুমতি দিয়েছে ইরান


জাতিসংঘ পারমানিবিক পর্যবেক্ষন কতৃপক্ষ বলেছে ইরান জানিয়েছে আগামী মাসের প্রথম দিকে তারা তাদের হেভী ওয়াটার কেন্দ্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দিয়েছে।

ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জী এজেন্সীর প্রধান ইউকিয়া আমানো বৃহস্পতিবার বলেন ডিসেম্বরের ৮ তারিখে ইরানের আরাক স্থাপনায় যাবার অনুমতি মিলেছে। দুই বছরে এই প্রথম হেতরান তাদের এই হেভী ওয়াটার স্থাপনায় তদন্তের অনুমতি দিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাস্ট্র এবং জার্মানীর সঙ্গে আন্তর্বর্তীকালীন চুক্তির পর পরই এই ঘোষনা দিল ইরান। এই চুক্তির শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বদলে ইরান তার পারমানবিক কর্মসূচী নমনীয় করবে।

৬ মাসের এই চুক্তি অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী চালিয়ে যেতে পারবে, তবে তা বিদ্যুৎ উৎপাদনে সমর্থ হওয়ার সীমা পর্যন্ত, যা মাত্র ৫ শতাংশ।
XS
SM
MD
LG