ইরানের পরমানু কর্মসূচি বিষয়ে আলোচনা আগামী সপ্তাহে ভিয়েনায় আবার শুরু হচ্ছে I ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে ২২ এবং ২৩ তারিখে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে I চুক্তির রূপরেখা সম্পর্কে দেশগুলি সম্মত হওয়াতে, চূড়ান্ত একটি চুক্তি সম্পাদনে দেশগুলি প্রয়াস চালিয়ে যাচ্ছে I বিশ্বের শক্তিধর দেশগুলি চায় ইরান তার পরমানু তত্পরতা কমিয়ে আনুক, যার বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেদ্ধাজ্ঞা তুলে নেবার পথ প্রশস্ত হয় I