অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে p-5 plus oneএর আলোচনা চলেছে আজ মঙ্গলবার,জেনিভায়


বিশ্লেষকেরা বলছেন – ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে নতুন আলোচনা যেটাই হবে তাতে নিরবচ্ছিন্ন অগ্রগতি অবশ্যই সাধিত হওয়া দরকার যাতে করে ওয়াশিংটন নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারে যে তেহরান ছাড় দিতে আন্তরিকভাবেই রাজি আছে ।
তথাকথিত p-5 plus oneএর যে আলোচনা চলেছে আজ মঙ্গলবার , জেনিভায় , তার সঙ্গে পর পর বেশ কয়েকবার ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রৌহানির সমঝোতামূলক কথাবার্তা মিলে আশাবাদকে পোক্ত করেছে।
ইরান বিশ্ব নেতৃবর্গের সঙ্গে আলোচনায় তার পারমানবিক কর্মসূচী নিয়ে কিছু প্রস্তাবের অবতারনা করেছে । ইরান তার প্রস্তাবে কি বলেছে , য়ুরোপিয় য়ুনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ের মূখপাত্র মাইকেল মান সাংবাদিকদের তার বিস্তারিত বিবরণ তিনি জানাতে পারবেন না বলে উল্লেখ করেন ।
মাইকেল মান বলেন – ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ঐ কনট্যাক্ট গ্রুপের সামনে প্রায় এক ঘন্টাস্থায়ি বক্তৃতায় ঐ প্রস্তাবের বিবরণ তুলে ধরেন ।
যুক্তরাষ্ট্র , রাশিয়া , চীন , ফ্রান্স , বৃটেন এবং জার্মানী চায় – ইরান পারমানবিক অস্ত্র তোয়ের করছেনা যে, সেটা প্রমান করুক , আর ইরান চাইছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তার ওপর থেকে যেন তুলে নেওয়া হয় ।
XS
SM
MD
LG