সুন্নীদের ওপর ইরান কর্তৃক সীমান্তে সেনা অভিযান চালানোর হুমকীর নিন্দা জানিয়েছে পাকিস্তান।
ইরান বলেছে সীমান্তের সুন্নী জঙ্গীরা ইরানের শিয়াদের ওপর হামলা করার পরিকল্পনা করছে বলে তাদের থামাতে তারা সেনা অভিযান চালাবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছেন ইসলামাবাদে ইরানী রাষ্ট্রদূতকে মঙ্গলবার তারা বার্তা পাঠিয়েছে ইরানের সেনা প্রধানের ঐ সেনা অভিযানের ঘোষণার নিন্দা জানিয়ে।