গত সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর, কাজিরুনের জনগণ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩ ব্যক্তির জানাজায় অংশ নেন I শোকার্ত জনতা VOA ফারসী সার্ভিসেস 'র সঙ্গে বুধবারের জানাজার ছবি শেয়ার করেন, যে ছবিতে দেখানো হয় যে, শত শত শোকার্ত জনতা একটি কবরস্থানে সমবেত হয়েছেন I
VDO ক্লিপ এ শোকার্ত জনগণকে তিনজনের হত্যার প্রতিশোধ নিতে প্রত্যয় ব্যক্ত করতে দেখা যায় I