বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক আন্দোলন চলাকালে ১০০০ এর ও বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানের জনগণ আন্দোলন শুরু করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, তাদের ধারনা আন্দোলন শুরু হবার পর পরই ইরান সরকার ঐ আন্দোলনকারীদের হত্যা করে।
যাজক নেতাদের পদত্যাগের দাবীতে ইরানের ১০০ এর ও বেশি শহরে আন্দোলন শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরানের জনগনকে ইন্টারনেট নিষেধাজ্ঞার মধ্যে কোনো বিকল্প উপায়ে হামলার ভিডিও পাঠাতে অনুরোধ করে। ব্রায়ান হুক আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রায় ৩২০০০ ভিডিও পাঠিয়েছে ইরানের জনগণ যেখানে দেখা গেছে ইসলামিক রেভলুশনারি গার্ড কোর আন্দোলনকারীদের অপর হামলা চালাচ্ছে এবং ফাকা গুলী ছুঁড়ছে।