অ্যাকসেসিবিলিটি লিংক

সশস্ত্র হামলায় নিহত হলেন ইরানের পরমাণু বিজ্ঞানী


যে ইরানি বিজ্ঞানী ইরানের পরমাণু কার্যক্রমকে সমৃদ্ধ করেছেন বলে ইসরাইল দাবি করে থাকে, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তেহরানের কাছে আবসার্ড শহরে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছেI ইরানের পররাষ্ট্র দপ্তর জানায়, বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ'র হামলায় ইসরাইলের সুস্পষ্ট হাত রয়েছেI

কারণ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "তাঁর নামটি মনে রাখবেন "I প্রায় এক দশক ধরে ইস্রায়েল, ইরানের বিজ্ঞানীদের ওপর নজর রাখা ও তাদের লক্ষ্যবস্তু করে আসছেI

ইরানের জাতীয় টিভিতে এই হামলাকে সশস্ত্র সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়I
দুঃখজনক এই যে, হামলাটি এমন সময় হল, যখন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, ইরানের পরমাণু চুক্তিতে ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেছেনI

XS
SM
MD
LG