অ্যাকসেসিবিলিটি লিংক

আহমেদীনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হয়েছেন


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদীনেজাদ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হয়েছেন।

দেশটির গার্ডিয়ান কাউন্সিল বৃহস্পতিবার বর্তমান প্রেসিডেন্ট হাসান রৌহানীর প্রার্থীতা অনুমোদন করেছেন। তুলনামূলকভাবে মধ্যপন্থী রৌহানী লড়বেন দুই রক্ষনশীল প্রতিদ্বন্দ্বী ইরানের সুপ্রিম লীডার আয়াতোল্লাহ আলী খামেনীর অত্যন্ত ঘনিষ্ঠজন বলে পরিচিত এব্রাহিম রাইসি এবং তেহরানের মেয়র মোহাম্মাদ বাঘের কালিবাফের সঙ্গে।

এছাড়া অন্য যারা প্রেসিডেন্ট প্রার্থী তারা হচ্ছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এশাক জাহাঙ্গিরি, সাবেক সংস্কৃতি মন্ত্রী মোস্তাফা মীরসালিম এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তাফা হাশেমিতাবা।

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদীনেজাদ গস সপ্তাহে সুপ্রিম লীডার আয়াতোল্লাহ আলী খামেনীর নিষেধ স্বত্বেও তাঁর প্রাথীতা ঘোষণা করেন।

XS
SM
MD
LG