অ্যাকসেসিবিলিটি লিংক

কথা আর প্রতিশ্রুতি নয়, কাজে যুক্তরাষ্ট্রকে প্রমান করতে হবে..আয়াতোল্লাহ আলী খামেনেয়ী 


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আয়াতোল্লাহ আলী খামেনেয়ী, প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ২০১৫ সালের পরমাণু চুক্তিকে পুনরুজ্জীবিত করতে চায় তবে, কথায় নয়, কাজের মাধ্যমে বাইডেনকে তা করতে হবেI ইরান সেই লক্ষ্যে আগামী সপ্তাহ নাগাদ সময়সীমা বেঁধে দিয়েছে, অন্যথায় তারা তাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবেI

টেলিভিশনে ভাষণে ধর্মীয় নেতা বলেন, কথা বলা আর প্রতিজ্ঞা করার সময় ফুরিয়েছে, এখন কাজ করে তাদের দেখাতে হবেI ওদিকে যুক্তরাষ্ট্র, বুধবার, তেহরানকে চুক্তির প্রতিশ্রুতি না ভাঙার অনুরোধ জানায়I

XS
SM
MD
LG