অ্যাকসেসিবিলিটি লিংক

পরমাণু বিজ্ঞানীর হত্যার জবাব দেয়া হবে -হাসান রুহানি 


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি,পরমাণু বিজ্ঞানী, ড: মোহসেন ফাখরিজাদের হত্যার জবাব দিতে প্রত্যয় ব্যক্ত করেছেন, তবে এর জবাব দেয়া হবে নানা ধরণের কূটনীতি ও শলা-পরামর্শের পরI তিনি ও ইরানের অন্যান্য নেতারা, ইস্রায়েলকেই এর জন্য দায়ী করেছেনI

ইরান এই বদলা নিতে সময় নেবে এই কারণে যে, যুক্তরাষ্ট্রের নুতন মনোনীত প্রেসিডেন্ট, জো বাইডেন, যিনি, ইরানের পরমাণু চুক্তিতে ফিরে আসতে আগ্রহী, ইরান চায় না তাঁকে নিরুৎসাহিত করতে এবং বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয়াবহ এক সামরিক হামলায় উস্কানি দিতে,যে সংঘাত পুরো মধ্য প্রাচ্যকে প্রভাবিত করতে পারেI

ইসরাইল,এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেI তবে সামরিক বিশেষজ্ঞরা জানান, তারা তেহরানে ২০১০ থেকে ২০১২ সালে সংগঠিত আরো ৪জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর সঙ্গে, এই হত্যাকাণ্ডের মিল তারা খুঁজে পেয়েছেনI

XS
SM
MD
LG