অ্যাকসেসিবিলিটি লিংক

পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে যাচ্ছে ইরান


বৃহস্পতিবার ইরানের পারমাণবিক সংস্থা ঘোষণা করেছে যে তারা তাদের ফারডো পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে যাচ্ছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান রাজি হয়েছিলো যে তারা কোনো ধরণের সমৃদ্ধকরণ গবেষণা করবেনা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে যে গতরাতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষন সংস্থার এক সদস্যের উপস্থিতিতেই সমৃদ্ধকরণ শুরু হয়।

ইরান জানিয়েছে ঐ স্থানে তারা ৪.৫ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। এই মাত্রা যৌথ কার্যকর কর্ম পরিকল্পনার অনুমোদিত মাত্রা ছাড়িয়ে যাবে। তবে চুক্তি থেকে সরে আসার জন্য পূর্ব পদক্ষেপগুলোর মধ্যে একটি পদক্ষেপ ছিল এই বাধা অতিক্রম করা। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অন্যান্য স্বাক্ষরদাতাদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে ইরান। ইরানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ইরানকে প্রতিহত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান পম্পেও।
XS
SM
MD
LG