ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জেসন রেজাইয়ানের বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয়েছে। রেজাইয়ান যুক্তরাষ্ট্র ও আমেরিকার দ্বৈত নাগরিক। তাকে ১৫ মাস আগে গুপ্তচরবৃত্তি ও অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয় ইরানে।
রায় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু বিচার বিভাগের এক মুখপাাত্র গোলাম হোসেন মোহসেনি এজেজে বলেছেন ওই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
২০১২ সাল থেকে রেজাইয়ান ইরানে ওয়াশিংটন পোস্ট পত্রিকার জন্য কাজ করছিলেন যখন তাকে ২০১৪ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। একই সময় তার স্ত্রী ইয়াগেনে “ইয়েগী” সালেহি এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সালেহিও একজন সাংবাদিক। তাকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু রেজাইয়ান এখনও জেলে আছেন।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক মার্টিন ব্যারন, কোন বিলম্ব না করে রাজাইয়ানকে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই।