অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন প্রশাসনে সময় আসবে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক উন্নয়নের -জেনারেল মেকেঞ্জি


বাইডেন প্রশাসনে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কি রূপ নেয়, তা ভাববার বিষয় I তবে যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, শত্রুভাবাপন্ন দুটি দেশের সামনে সেই সুযোগ আসতে চলেছে I মধ্য প্রাচ্যে তাঁর মিশনে গিয়ে সাংবাদিকদের এই মন্তব্য করেন, জেনারেল ফ্রাঙ্ক মেকেঞ্জি I

কতিপয় সমীক্ষকদের ধারণা ছিল যে, ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত দিনগুলিতে ইরান, বা তাঁর দোসর শক্তিবর্গ, কুদস বাহিনীর প্রধান, কাসেম সুলেইমানির হত্যার বদলা নিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে I

জেনারেল মেকেঞ্জি বলেন, তবে ইরান, তাঁর দোসর শক্তিবর্গকে বুঝিয়ে দিয়েছে যে, লড়াই শুরু করার সময় এটা নয় I তিনি বলেন, ইরানের তরফে তা শুধু সামরিক বিবেচনার ফলাফল নয়, রাজনৈতিক হিসাব-নিকাশও তারা করেছে যে, বাইডেন প্রশাসনে ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্র, কি নীতি গ্রহণ করে I

XS
SM
MD
LG