অ্যাকসেসিবিলিটি লিংক

তিনজন ইরানী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচয় চুরি এবং হ্যাকিং-এ অংশগ্রহণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিনজন ইরানী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই ইসলামিক রিপাবলিক অফ ইরানের বাসিন্দা এবং নাগরিক। কর্মকর্তারা আরো জানিয়েছেন যে তারা বাণিজ্যিক তথ্য এবং মেধা সম্পত্তির খোঁজে যুক্তরাষ্ট্রের কোম্পানির নেটওয়ার্কে অনুপ্রবেশের ষড়যন্ত্র করেছে। রয়টার্সের সংবাদ সংস্থা বলেছে যে অভিযুক্ত ইরানীদের জন্য যোগাযোগের তথ্য খুঁজে বের করার প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে সফল হয়নি এবং জাতিসংঘে ইরানের মিশনে পাঠানো বার্তার কোন জবাব পাওয়া যায়নি। কর্মকর্তারা লিখিত বিবৃতিতে বলেন, হ্যাকিং প্রচারণাটি অবৈধ কাজ সম্পন্ন করতে এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কিত তথ্য চুরি করতে হাজার হাজার নাগরিকের পরিচয় চুরি করার চেষ্টা করতে ম্যালওয়্যার ব্যবহার করেছে। হ্যাকিং প্রচারণা জুলাই ২০১৫ সালে চালু করা হয় এবং ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত চলতে থাকে। যুক্তরাষ্ট্র সরকারের মতে, এক পর্যায়ে অভিযুক্তদের কাছে অস্ট্রেলিয়া, ইজরায়েল, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আন্তর্জাতিক সরকারী সংস্থা ছাড়াও বিভিন্ন কোম্পানি এবং সংস্থার অ্যাকাউন্টসহ প্রায় ১,৮০০ অনলাইন একাউন্টের একটি তালিকা ছিল।

XS
SM
MD
LG