অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের অন্যতম প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী পশ্চিমের সঙ্গে উন্নত সম্পর্কে আগ্রহী


ইরানের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে অন্যতম বিশিষ্ট প্রার্থী, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধান, আব্দুল নাসের হেম্মতি, পশ্চিমের সঙ্গে উন্নততর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার আবেদন জানিয়েছেনI এবারের নির্বাচনে ৭জন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর অন্যতম, আব্দুল নাসের হেম্মতি, কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নন, তবে বামপন্থী ও সংস্কারপন্থী ভোটাররা তাঁকে সমর্থন করেনI

বিশ্ব ও আঞ্চলিক শান্তির প্রতি গুরুত্ব আরোপ করে মি: হেম্মতি প্রশ্ন রাখেন " শান্তিপূর্ণ সহঅবস্থানে বাধা থাকবে কেন "? তিনি বারংবার ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তিনি সঙ্কটজনক এই চুক্তিটি পুনরুজ্জীবিত করবেন এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তিলাভ হবে তাঁর অন্যতম অগ্রাধিকার বিষয়I গত সপ্তাহে দি এসোসিয়েটেড প্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, জয়ী হলে এমনকি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিলিত হতে চানI

XS
SM
MD
LG