অ্যাকসেসিবিলিটি লিংক

আমরা পারমানবিক চুক্তিতে বিনষ্ট করার ব্যাপারে সহতমত হইনি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলছেন যে যুক্তরাষ্ট্র এবং অপর ৫ টি দেশের সঙ্গে সাম্প্রতিক সময়ের পারমানবিক চুক্তিতে ইরান কোন কিছুই বিনষ্ট করতে রাজি হয়নি।

বুধবার সিএনএন টেলিভিশনকে জারিফ বলেন যে ঐ চুক্তি সম্পর্কে হোয়াইট হাউজের ভাষ্যে তাঁর কথায় , “ ইরানের প্রতিশ্রুতিকে অতিরঞ্জিত করা হয়েছে”।

জারিফ বলেন যে ইরান কোন সেন্ট্রিফিউজ কিংবা যন্ত্রপাতি বিনষ্ট করছে না। তিনি বলেন যে ইরান যা করছে তা হলো ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ করছে না। এর বেশি যা হতো , তা পারমানবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতো।

জারিফ বলেন যে হোয়াইট হাউজ এই চুক্তিকে ইরানের পারমানবিক কার্যক্রম বিনষ্ট করার চুক্তি বলে দেখানোর চেষ্টা করছে। তিনি ঐ চুক্তির ভাষ্যে কোথাও ঐ বিনষ্টীকরণ শব্দটির অস্তিত্ব থাকলে সেটি তুলে ধরার চ্যালেঞ্জ করেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন ও জারিফের ঐ সাক্ষাৎকার সম্পর্কে কোন প্রতিক্রিয়া দেননি।
XS
SM
MD
LG