অ্যাকসেসিবিলিটি লিংক

যৌক্তিক সময়ে পারমানবিক চুক্তির ব্যাপারে ইরান আশাবাদী


ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে সে দেশের পারমানবিক কর্মসূচী নিয়ে , ইরান ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো একটা যৌক্তিক সময়ের মধ্যে যে চূড়ান্ত চুক্তি সম্পাদন করতে পারবে সে ব্যাপারে তিনি আশাবাদী।

তবে মোহাম্মদ জাভাদ জরিফ আজ গ্রীস সফরের সময়ে আরও বলেন যে এই আলোচনায় সম্পৃক্ত অন্যান্যরা যদি অতিরিক্ত দাবী করেন তা হলে কোন সমঝোতা হবে না।

ইরান এবং শক্তিধর রাষ্ট্রের গোষ্ঠি , ব্রিটেন , চীন , ফ্রান্স , রাশিয়া , যুক্তরাষ্ট্র ও জার্মানী , ইরানের পারমানবিক কর্মকান্ড হ্রাস করার জন্যে চূড়ান্ত চুক্তিতে পৌছুনোর জন্যে ৩০শে জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করবেন । ঐ চুক্তির বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

এ বছর এপ্রিল মাসে দু পক্ষ চুক্তির রূপরেখা সম্পর্কে সহমত হয় তবে এ ব্যাপারে বিস্তারিত আরও কাজ কতে হবে যেমন কত শিগগিরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেফ রাথকে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও তার সহযোগি দেশগুলো এখন ৩০শে জুনের সময়সীমার প্রতি আলোকপাত করছে এবং আলোচনার সময়সীমা বাড়ানোর ব্যাপারে কোন ভাবনা এখন নেই।

এই আলোচনার উচ্চ পর্যায়ের বৈঠকে জারিফ এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরী জিনিভায় মিলিত হচ্ছেন।

XS
SM
MD
LG