রবিবার ইরাকে আরও সহিংসতা দেখা যায়। তিনটি আত্মঘাতী গাড়ি বোমা আক্রমণে কুর্দী নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫জন সদস্য নিহত হয়। ওদিকে উত্তেজনা পূর্ণ আনবার প্রদেশে রাস্তার ধারে পাতা বোমায় এক পুলিশ প্রধান পাণ হারায়।
বাগদাদের উত্তরপুর্বাঞ্চলে বাকুবায় ইরাকী সরকারি ভবনের চত্বরে গাড়ি বোমা বিস্ফোরণগুলো ঘটে। সেখানে কুর্দী সামরিক বাহিনীর প্রাক্তন সেনারা সেচ্ছায় নিজেদের নাম তালিকাভুক্ত করছিলো। কর্তৃপক্ষ বলেছে এক গাড়ি বোমা হামলাকারী চত্বরের প্রবেশপথে তার বিস্ফোরকভর্তী জামায বিস্ফরণ ঘটায়। কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরকভর্তী আরও দুটি গাড়ি চত্বরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় অন্তত ৬০ ব্যাক্তি আহত হয়।
VOA'র কুর্দী বিভাগের প্রকাশিত খবরে বলা হয়েছে বাকুবায় মৃতের সংখ্যা আরও হয়ত বেশি কারণ দুটি সরকারি ভবন ধ্বসে পড়ে এবং লোকজন চাপা পড়ে। ৫০জনের বেশি মানুষ মারা গেছে।
কয়েক ঘন্টা পরে চরমপন্থী ইসলামিক স্টেট গ্রুপ ওই আক্রমণের দায় স্বীকার করে। তারা বলেছে আত্নঘাতী বোমা আক্রমনকারীরা ছিল ইরাকী নয় এলনি তিন জিহাদী।
আনবার প্রদেশে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল দুলাইমি প্রাদেশিক রাজধানী রামাদির কাছ দিয়ে যাওয়ার সময় নিহত হন।