অ্যাকসেসিবিলিটি লিংক

আরও অংশগ্রহণমূলক সরকার গঠন করার জন্য, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ইরাককে চাপ দিচ্ছেন


A woman collects saffron flowers at a farm in Pampore, south of Srinagar, Indian-controlled Kashmir.
A woman collects saffron flowers at a farm in Pampore, south of Srinagar, Indian-controlled Kashmir.
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী, সোমবার, ইরাকের শীর্ষ শিয়া নেতৃবৃন্দকে চাপ দেন যেন তারা চরমপন্থীদের বিদ্রোহের মুখে ইরাকে আরও অংশগ্রহণমূলক সরকার গঠন করেন। ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে সুন্নি বিদ্রোহী গোষ্ঠী ব্যাপক অঞ্চল দখল করেছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বাগদাদে অঘোষিত এক সফরে যান। তিনি দেড় ঘন্টারও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি প্রধান এক শিয়া ধর্মীয় নেতা এবং দুজন শীর্ষ সুন্নি আইন প্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরাকী নেতার সঙ্গে বৈঠকের পর কেরী বলেন আলোচনা ভাল হয়েছে। বৈঠকের বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রধামন্ত্রীর দফতর থেকে বলা হয় মি মালিকি কেরী কে বলেন যে চরমপন্থী সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের অগ্রযাত্রা শুধু ইরাক নয়, পুরো অঞ্চলের জন্য এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটা হুমকি।
XS
SM
MD
LG