অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে তদন্ত কমিশনের সুপারিশ অনুমোদন করেন প্রধানমন্ত্রী


Mideast Iraq Islamic State
Mideast Iraq Islamic State

ইরাকে এক তদন্ত কনিশন যে সুপারিশ করেছে যে ইরাকী কম্যান্ডার, যারা এবছরের গোড়ার দিকে রামাদী ছেড়ে চলে যায় এবং ইসলামিক স্টেট, ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়, তাদের কোর্ট মার্শাল হোক, রবিবার ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী তা অনুমোদন করেন।

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের রাজধানী দখল করা ইসলামিক স্টেটের যোদ্ধাদের জন্য একটা বড় ধরনের বিজয়। এর ফলে বাগদাদ থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রধান শহরের নিয়ন্ত্রণ পায় ইসলামিক স্টেটের যোদ্ধারা এবং ইরাকী নিরাপত্তারক্ষীদের দক্ষতা সম্পর্কে আবার প্রশ্ন উঠে।

রামাদীর পতনের ফলেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছিলেন যে তার ইরাকী সেনাদের সদিচ্ছার ব্যাপারে তার প্রশ্ন আছে।ইরাকী সেনারা এবং মিলিশিারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে ভূমিতে। ওদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনী, বিমান যোগে চরমপন্থিদের লক্ষ্যস্থলে হামলা চালায়।

XS
SM
MD
LG