অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকি বাহিনী কার্কুক শহরের কাছাকাছি আরো কিছু তেল ক্ষেত্র দখলে নিয়েছে


ইরাকি বাহিনী আজ মঙ্গলবার কার্কুক শহরের কাছাকাছি আরো কিছু সংখ্যক তেল ক্ষেত্র হাতিয়ে নিয়েছে। সেই সঙ্গে তারা হস্তগত করেছে সিনজার জনপদটিও এবং একই সঙ্গে আধা সায়ত্বশাসিত ভূখন্ডের বাইরের অঞ্চলগুলোয় কুর্দিদের নিয়ন্ত্রণ হঠাতে পরিচালিত তাদের অভিযানও তারা আরো সম্প্রসারিত করলো ওভাবেই।

সামরিক বাহিনী বলছে, কুর্দি লড়াকুরা বাই হাসান এবং আভানা তেল ক্ষেত্রগুলো থেকে নিজেদের সরিয়ে নিলে, পরে কেন্দ্রীয় সরকারের আরক্ষা দল ওগুলোর নিয়ন্ত্রণ হাতে নেয়।

এই একই দৃশ্যের অবতারনা হয়েছে সিনজারেও। সরকার সমর্থিক বাহিনী সেখানে শহরটির ভেতরে ঢুকে পড়ে মঙ্গলবার, কুর্দি পেশমার্গা দল শহর ত্যাগ করবার পর।

এর আগে সোমবার সরকারী বাহিনী কার্কুকে গভর্ণরের দফতর নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়, দখল করে সামরিক স্থাপনাগুলো এবং একটি তেল ক্ষেত্র। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর নির্দেশে দায়িত্ব পালনরত যু্ক্তরাষ্ট্রের প্রশিক্ষন প্রাপ্ত সৈন্যরা কুর্দি ব্যানার নামিয়ে ফেলে, সে যায়গায় ইরাকী ঝান্ডা তুলে ধরে।

XS
SM
MD
LG