অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের বাসরায় বিশৃংখল পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক


APTOPIX Iraq Protests
APTOPIX Iraq Protests

ইরাকের বাসরা শহরে বিশৃংখল পরিস্থিতি নিয়ে শনিবার পার্লামেন্টে জরুরী বৈঠক চলছে। বাসরা শহরে গত এক সপ্তাহ ধরে নিন্মমানের সেবা, কর্মসংস্থান ও দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে । বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শহরটিতে দুষিত পানি পান করে প্রায় তিরিশ হাজার মানুষ হাসপাতালে ভার্তী হয়েছে ।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রনে বাসারাতে কারফিউ জারি করেছে । শহরটির বিমান বন্দর কর্তপক্ষ বলেছে শনিবার সকালে বিমান বন্দরে তিনিটি রকেট হামলা হয়, তবে হতা-হতের কোন খবর পাওয়া যায়নি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে । এখন পর্যন্ত কেউ এই হামালার দায় শিকার করেননি ।

গতকাল শুক্রবার কয়েকশত লোক বাসরা শহরে ইরানের দূতাবাসে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা তাদের বর্তমান শোচনীয় অবস্থার জন্য তাদের দেশেইরানের হস্তক্ষেপকে দায়ী করে, ইরানের বিরুদ্ধে শ্লোগান দেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র আহমেদ মাহজুব বলেছেন, ”দূতাবাসের কার্যক্রমে বাধা প্রদান মোটেই গ্রহযোগ্য নয় এটা ইরাকের স্বার্থের জন্য ক্ষতিকর”

XS
SM
MD
LG