অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১২জন নিহত


Map of Iraq showing Anbar province and the location of Ramadi and Ar-Rutbah
Map of Iraq showing Anbar province and the location of Ramadi and Ar-Rutbah

রবিবার বাগদাদে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১২জন নিহত হয়, ইসলামিক স্টেট তার দায় স্বীকার করেছে।

কর্মকর্তারা বলেন বাগদাদের উত্তরা্ঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় একটা নিরাপত্তা চৌকীর কাছে ওই বিস্ফোরণ ঘটে।

হামলায় প্রায় ২৫জন আহত হয়।

আইএস বলেছে ওই এলাকার নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করেই তারা হামলা চালায়।

ইরাকে শিয়া সম্প্রদায়ের লোকজন ও নিরাপত্তা অফিসারদের লক্ষ্য করে ইসলামিক স্টেট অন্যান্য আত্মঘাতী আক্রমণ চালিয়েছে।

XS
SM
MD
LG