অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী কর্মকর্তা বলেছেন ফালুজা এখন সম্পূর্ণ মুক্ত


Mideast Iraq
Mideast Iraq

ইরাকী এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইরাকী বাহিনী ইসলামিক স্টেটের কাছ থেকে ফালুজা শহর মুক্ত করেছে। এর আগে ওই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দীর্ঘ এক মাস ধরে ইরাকী বাহিনী অভিযান চালায়।

ইরাকী বাহিনী, জুলান এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল আব্দুল-ওয়াহাদ আল সাদি রবিবার বলেছেন ফালুজা এখন পুরোপুরি মুক্ত। এটি আইএস এর নিয়ন্ত্রণে থাকা ওই শহরের সবশেষ এলাকা।

শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের বিমান আক্রমণ এবং শিয়া মিলিশিয়া বাহিনীর সাহায্যে, চরমপন্থী যোদ্ধাদের হঠিয়ে দেওয়ার জন্য, ইরাকী বাহিনী কয়েক সপ্তাহ ধরে প্রচন্ড ভাবে লড়াই করেছে। আইএস চরমপন্থীদের ক’জন এবং ইরাকী নিরাপত্তা বাহিনীর ক’জন ফালুজা নিয়ন্ত্রণের লড়াইয়ে হতাহত হয়েছে তার সুস্পষ্ট কোন রিপোর্ট পাওয়া যায়নি।

XS
SM
MD
LG