অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে হাসপাতাল অগ্নিকান্ডে অন্তত ৬৪ জনের মৃত্যু 


Fire at Iraq Hospital
Fire at Iraq Hospital

মঙ্গলবার ইরাকের নাসেরিয়াহ শহরে কভিড রোগীদের ওয়ার্ডে আগুন লাগলে জনগণ দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেনI এই দুর্ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো কয়েক ডজন লোকI

স্বাস্থ্য কর্মীরা জানান, সোমবার সন্ধ্যায় শহরের আল হুসেইন হাসপাতালের এই ভয়াবহ অগ্নিকান্ড, অক্সিজেন ক্যানিস্টারে বিস্ফোরণের কারণে হয়েছেI এ ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় মাসে এটা দ্বিতীয়I

৬৪ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৩৯জনের দেশ শনাক্ত করে আত্মীয় পরিজনদের কাছে দেয়া হয়েছেI চিকিৎসা দল ও আত্মীয়-স্বজনের জন্য পুড়ে যাওয়া বাদ-বাকি মৃতদেহ শনাক্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছেI দুর্ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেনI

মঙ্গলবার প্রথম অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সময় শোকাহত জনতা প্রাদেশিক কর্তৃপক্ষকে দোষারোপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেনI
(এএফপি)

XS
SM
MD
LG