অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস


বাগদাদ সম্মেলনে অংশ নিচ্ছেন ন মধ্যপ্রাচ্য দেশগুলির নেতারা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ২৮শে অগাস্ট, ২০২১ - রয়টার্স

বাগদাদে অনুষ্ঠিত সম্মেলনে, মধ্য প্রাচ্য ও ইউরোপীয় নেতারা ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে অর্থৈনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার সম্ভাবনা নিয়ে শনিবার আলোচনা করেনI মিশর, জর্ডন ও ফ্রান্সের নেতাদের সঙ্গে সৌদি আরব, ইরান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়I

নেতারা, ইরাকের প্রধানমন্ত্রী, মুস্তাফা খাদিমি বহু বছরের সংঘাতের পরে জনগণের ভাগ্য উন্নয়নে যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশা ব্যক্ত করেছেন, তাকে স্বাগত জানানI ২০১২ সালের আরব সম্মেলনের পর, বাগদাদে এটাই আরব নেতাদের প্রথম আঞ্চলিক শীর্ষ বৈঠক I
.
সম্মেলনে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী, হুসেইন আমির আব্দুলাহিয়ান'র উপস্থিতি তেহরান ও তার শীর্ষ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দুটি দেশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক গলানোর আশার ইঙ্গিত দিয়েছে I আরবি ভাষায় ভাষণে, নতুন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলির প্রতি সম্প্রীতির বার্তা পৌঁছানI

তিনি বলেন, ইরান এই অঞ্চলের দেশগুলির সঙ্গে অর্থনৈতিক এবং কৃষ্টির মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়, তবে তিনি জানান, তা হতে হবে, আন্তর্জাতিক হস্তক্ষেপের বাইরেI তিনি জানান, এই বিদেশী হস্তক্ষেপ, আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছেI

XS
SM
MD
LG