ইরাকের যুদ্ধবিমানগুলো উত্তরের শহর টিক্রিটের বিদ্রোহী ঘাঁটিগুলোতে জোর হামলা চালিয়েছে। ঐ ঘাঁটিগুলো সুন্নী উগ্রবাদীদের দখলে ছিল।
সামরিক কর্মকর্তারা বলছেন, শনিবার প্রধান স্থলাভিযান শুরু হয়। সুন্নী বিদ্রোহী এবং ইরাকের বিশেষ বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। ইরাকী হেলিকপ্টারগুলো এলাকায় গুলি চালায় এবং দক্ষিণ দিক থেকে হামলা চালায় ইরাকী ট্যাংকগুলো।
এক সামরিক মুখপাত্র বলেছেন, রোববার সামরিক বাহিনী শহরের উত্তরের টিক্রিট বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ দখলে ছিল।
ওদিকে, ইরাক বলছে, তারা রাশিয়ার কাছ থেকে বেশ কয়েকটি ব্যবহৃত যুদ্ধবিমান পেয়েছে।
সুন্নী জঙ্গীদের মোকাবিলার লক্ষ্যে, ইরাক সরকারের বাহিনীর শক্তি বৃদ্ধি এবং যৌথ অভিযান কেন্দ্র প্রতিষ্ঠার জন্যে এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র ৩০০ সামরিক সদস্য পাঠিয়েছে।