অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের মোসেল শহরের আটষট্রি হাজার পাঁচ শ’ পঞ্চাশ মানুষ বাড়িঘর থেকে উৎখাত হয়েছে


ইরাকের উত্তরাঞ্চলবর্তী মোসেল শহরের নিয়ন্ত্রণ ইসলামিক স্টেইট জঙ্গিদের কব্জা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পরিচালিত সামরিক অভিযান ইরাকীদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়াকে ক্রমাগতই বাড়িয়ে তুলছে বলে জাতিসংঘ জানিয়েছে।

শহরটির উপকন্ঠবর্তী এলাকাগুলো থেকে ইরাকের আরক্ষা বাহিনী,কুর্দী লড়াকু দল এবং শিয়া জঙ্গিদের শহরটির কেন্দ্রস্থল অভিমুখি অগ্রাভিযান মাসাধিককাল অবধি চলছে।ইরাকের দ্বিতিয় বৃহত্তম এ শহরটির নিয়ন্ত্রণ ইসলামিক স্টেইটের কব্জায় রয়েছে সে আজ দু’ বছরেরও বেশি হয়ে গেলো।

জাতিসংঘের মানবিক বিষয়াবলির দফতর প্রকাশিত সর্ব সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে- আটষট্রি হাজার পাঁচ শ’ পঞ্চাশ সংখ্যক মানুষ বাড়িঘর থেকে উৎখাত হয়েছে এবং এর মধ্যে থেকে এক গত সপ্তাহেই ভিটেছাড়া মানুষের সংখ্যা ছিলো চোদ্দ হাজার।

ইরাকের রেড ক্রীসেন্ট সোস্যাইটির হিসেব মতে বাস্তচ্যুত মানুষের এ সংখ্যাটা পঁচাশি হাজারেরও বেশি।

এ দু’ সংস্থারই বক্তব্য যে খাদ্য সামগ্রী এবং স্বাস্থ সহায়তা পৌঁছিয়ে দিতে তারা তাদের সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG