অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক বলছে তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে আটক করেছে


Iইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি বাগদাদে বাগদাদ সম্মেলনে অংশগ্রহণরত,২৮শে অগাস্ট, ২০২১/ তৃতীয় পক্ষের দেয়া ছবি/রয়টার্স
Iইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি বাগদাদে বাগদাদ সম্মেলনে অংশগ্রহণরত,২৮শে অগাস্ট, ২০২১/ তৃতীয় পক্ষের দেয়া ছবি/রয়টার্স

ইরাক সরকার সোমবার জানায় সীমান্তের দু পাশে অভিযান চালিয়ে তারা ইসলামিক স্টেট গ্ৰুপের একজন শীর্ষ নেতা এবং আল কায়দার একজন দীর্ঘকালীন সক্রিয়বাদীকে আটক করেছেI

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি টুইটার মারফত এই খবরটি জানানI শনাক্তকৃত সামি জাসেম নামের এই ব্যক্তি ইসলামিক স্টেট গ্ৰুপের আর্থিক তৎপরতা দেখাশোনা করেন এবং প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির সহকারী হিসাবেও তিনি কাজ করেছেনI

তিনি এই অভিযানকে ইরাক বাহিনী পরিচালিত অন্যতম সবচাইতে দুরূহ সীমান্ত গোয়েন্দা তৎপরতা বলে অভিহিত করেনI

ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা দি এসোসিয়েটেড প্রেসকে জানান, জাসেমকে একটি শনাক্তকৃত দেশে আটক করা হয় এবং কিছুদিন আগে তাকে ইরাকে হস্তান্তর করা হয়েছে I নাম প্রকাশ না করার শর্তে তারা কথা বলেন, কারণ এই অভিযান সম্পর্কে কথা বলার তাদের অনুমোদন ছিল না I

আল কায়দা নেতা, আবু মুসাব আল যারগায়ি ২০১৬ সালে আমেরিকানদের হাতে নিহত হওয়ার আগে জাসেম তার সঙ্গে কাজ করেছেনI ইরাকে তিনি বিভিন্ন নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেন ২০১৫ সালে আল কায়দার অঙ্গ সংগঠন, ইসলামিক স্টেট গড়ার পর তিনি সিরিয়ায় চলে যান এবং ২০১৪ সালে গ্ৰুপটি নিজেদের খিলাফাত ঘোষণা করলে তিনি চরমপন্থী দলের নেতা, আবু বকর আল বাগদাদির সহকারী হিসাবে নিযুক্ত হনI

২০১৯ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানে আল বাগদাদিকে হত্যা করা হয়I

(এপি)

XS
SM
MD
LG