ইরাকি ও কুর্দি বাহিনী বলেছে, তারা উত্তরের শহর মসুলের বাইরে ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ন্ত্রিত কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলার সহায়তায় এবং সুন্নি উপজাতীয় বাহিনী ও শিয়া মিলিশিয়াদের সমর্থনে ঐ অভিযান পরিচালিত হয়। দ্বিতীয় দিনের মত মঙ্গলবারও মসুলের বাইরে ঐ যুদ্ধ চললে।
কুর্দী প্রেসিডেন্ট Masoud Barzani বলেন, প্রথম দিনের যুদ্ধে প্রায় ২০০ বর্গ কিলোমিটার মুক্ত করা গেছে। ‘মসুল মুক্ত হবে’–এমন ঘোষনা দিয়ে তিনি বলেন, সিরিয়ার যুদ্ধবিধ্বস্থ আলেপ্পো হওয়া থেকে মসুলকে রক্ষা করতে তার যোদ্ধারা তাদের সেরাটাই করছে।
৫ বছর আগে যুক্তরাষ্ট্রের যোদ্ধা সেনারা ইরাক ত্যাগ করার পর এটি হচ্ছে সবচেয়ে বড় সামরিক অভিযান। কিন্তু ঐ অঞ্চলের হাজার হাজার মানুষের নিরাপত্তার বিষয়টি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন একজন মুখপাত্র মঙ্গলবার বলেছেন, অভিযান নির্ধারিত সময়ের কম-বেশী চলতে পারে। এবং জঙ্গিরা তাদের ছোট অস্ত্র এবং নিজস্ব বিস্ফোরক দিয়ে ইরাকি ও কুর্দি বাহিনীতে প্রতিরোধ করতে সক্ষম হবে না।
এদিকে, "সামরিক যুদ্ধের পর" মসুলের স্থিতিশীলতার জন্য ফ্রান্স বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন কথা ঘোষণা করেছে।