ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে, তাল আফার শহরের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার লক্ষ্যে ইরাক রবিবার সকালে এক সামরিক অভিযান শুরু করে। তাল আফার, মসলের পশ্চিমে একটি শহর।
প্রধান মন্ত্রী হায়দার আল আবাদী ওই অভিযান বিষয়ে, টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় বলেন, “আত্ম সমর্পণ করুন অথবা মৃত্যু বেছে নিন।”
ইরাক এবং আমেরিকান সামরিক কর্মকর্তাদের আনুমানিক হিসেব অনুযায়ী তাল আফারে ২০০০ আইএস চরমপন্থী আছে।
ভূমিতে অভিযানের আগে, মিত্র জোট বাহিনী ওই শহরের উপর বিমান হামলা বৃদ্ধি করে। তার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়।
জুলাই মাসে মসল থেকে আইএসকে হঠিয়ে দেওয়ার পর তাল আফার হচ্ছে, ইরাকে আইএস এর দখলকৃত সবশেষ এলাকা গুলোর একটি।