অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির স্বাস্থ বুলেটিন


ইরাক সরকারের কর্মকর্তারা বলছেন – ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে এবং স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর এখন তিনি চিকিত্সায় সাড়া দিতে আরম্ভ করেছেন বাগদাদে চিকিত্সকেরা বলছেন – চিকিত্সার জন্যে অচীরেই তাঁকে জার্মানী নিয়ে যাওয়া হবে । ৭৯ বছর বয়সি প্রেসিডেন্টকে বাগদাদের হাসপাতালে ভর্তি করা হয় সোমবার রাতে এবং রক্রবাহি ধমনির প্রতিবন্ধক অপসারন লক্ষে তাঁর চিকিত্সা শুরু করা হয় ।
XS
SM
MD
LG